##হাসতে ভুলে যাই##
@😂 হিমাংশু নস্কর 🤔🤗
উফ্ কি যন্ত্রনা!
হাসি পায় তবু,হাসতে পারিনা।
সবাই হাসছে,কি করে জানিনা,
নিজেকে দেখেও হাসি পাচ্ছে,তাও হাসতে পারছিনা।
কেন হল রোগ এরকম,
হবে কবে এর উপশম?
যদি থাকে বন্ধু কোনো উপাচার,
তবে বলে দাও, আমি মেনে নিয়েছি হার।
না!,হাসলাম অবশেষে,
হৃদয়ের মাঝে, হৃদয়ে গিয়ে ফেঁসে।
কেন জানিনা, সেটাতো বুঝতে পারিনি,
আজ ভালো লাগছে হাসতে, অনেক দিন হাসিনি।
কেমন করে আজ হয়ে গেল, সব রোগ নিরাময়,
তাই হাসতে লাগেনা ভয়,হয়ে গেলাম হাস্যময়।
আবার যদি কোনো দিন, হাসতে ভুলে যাই,
বন্ধু তোমার হৃদয়ে ,দিও গো ঠাঁই।
-----------------------------------------
@😂 হিমাংশু নস্কর 🤔🤗
উফ্ কি যন্ত্রনা!
হাসি পায় তবু,হাসতে পারিনা।
সবাই হাসছে,কি করে জানিনা,
নিজেকে দেখেও হাসি পাচ্ছে,তাও হাসতে পারছিনা।
কেন হল রোগ এরকম,
হবে কবে এর উপশম?
যদি থাকে বন্ধু কোনো উপাচার,
তবে বলে দাও, আমি মেনে নিয়েছি হার।
না!,হাসলাম অবশেষে,
হৃদয়ের মাঝে, হৃদয়ে গিয়ে ফেঁসে।
কেন জানিনা, সেটাতো বুঝতে পারিনি,
আজ ভালো লাগছে হাসতে, অনেক দিন হাসিনি।
কেমন করে আজ হয়ে গেল, সব রোগ নিরাময়,
তাই হাসতে লাগেনা ভয়,হয়ে গেলাম হাস্যময়।
আবার যদি কোনো দিন, হাসতে ভুলে যাই,
বন্ধু তোমার হৃদয়ে ,দিও গো ঠাঁই।
-----------------------------------------
Asadharon
ReplyDeleteAsadharon
ReplyDeleteAsadharon
Delete